আয়রে সোনা আয়রে মানিক
আয়রে ফিরে ঘরে,
তোর বিহনে ঘুম আসে না
চোখেতে জল ঝরে।
মাগো আমি যুদ্ধে গেলাম
বিজয় নিয়ে ফিরবো,
শোষণের এই শিকল ভেঙে
সোনার দেশটা গড়বো।
তোর শিশুটি উঠলো বেড়ে
পথের পানে চেয়ে,
সান্ত্বনা দেই আসবে বাবা
সোনার তরী বেয়ে।
দিনের পরে মাসটা গেলো
যাচ্ছে বছর চলে,
আয়রে ফিরে বাজান এবার
ভাসছি চোখের জল।
পুত্রশোকে মা যে কাঁদে
বাবার শোকে ছেলে,
খোকা ঠিকই আসবে ফিরে
বিজয় নিশান পেলে।