লতাপাতা আমার মনের কথা শুনেছিলো,
কয়েকটি পাখি সেই কথা বুঝেছিলো!
লতাপাতা করতালি দিয়েছিলো,
পাখিরা ধরেছিলো গান।
সুন্দর ফুল আর ভালোবাসার গোলাপ দিয়েছিলো,
বুনো মোষের দল সব তছনছ করে দিলো!
সৌন্দর্য নিমেষেই ধ্বংশ!
রক্তাক্ত হলো ফুলের পাঁপড়ি,
আঁচর কেঁটে গেলো
বীভৎস হায়েনার নখে।
ক্ষতবিক্ষত গোলাপের পাঁপড়িগুলোকে
বুকের সিন্দুকে অজানা পাপের মতোই সাজিয়ে রাখলাম।
সেই পাঁপড়িগুলো এখন আমার বুকে বিছুটির জ্বালা ধরায়,
বাড়ে দুর্মর ক্ষত,
বড়ো হয় যন্ত্রনার প্রকোষ্ঠ।
আমি আর কোন গোলাপকে ভালোবাসতে পারি না।