সূর্যের প্রখরতা সবকিছু জ্বালিয়ে দিয়েছে
আমি তবুও নীরবেই চলতে থাকি মেঘের খোঁজে
চৈতালী মেঘ!
খরতাপে ফেটে যাচ্ছে হৃদয় জমিন
মেঘহীন আকাশে ঘুরে বেড়াই
আমি তৃষ্ণার্ত চাতক।
ছায়াহীন পথে হেঁটেছি অনেক
ক্লান্তি বিষণ্ণতা জয় করে!
পথের প্রান্তে এখন ভীষণ ভাঁজ
পেরিয়ে যেতে হলে
মেঘহীন বজ্রপাতে হয়তো
হবে জীবনের শেষ।