প্রেম বলে কিছুই নেই
মিথ্যে নাকি সত্যি!
আলবৎ সত্যি কথা
মিথ্যে নয় একরত্তি।
তাহলে এতো মানুষ কেন
মরার প্রেমে পড়ে!
শুধু বোকারাই এভাবে
অযথা অকারণে মরে।
ধ্যাৎ কী যে বলেন
ভাই খেয়েছেন ছ্যাঁকা!
অযথাই চিন্তা এমন
আমিতো বেজোর একা।
বুঝেছি, এজন্যই আপনি করেন
প্রেমের নামে বদনাম।
সবই পাষাণী এমন
কিভাবে করবো সুনাম।