মুক্ত আকাশে মেঘের সাথে ভেসে,
বলাকা যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরে,
তখন আকাশ বড্ড নিঃস্ব হয়ে যায়,
কি যেন থাকে না আকাশের মাঝে!
সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে,
সূর্য যখন লাল আভায় বিদায় নেয়,
তখন পৃথিবী সূর্যের শূন্যতায় ভোগে,
কি এক আঁধারের কষ্ট নামে বুকে!
নিঝুম রাত্রিতে আমার চোখে তুমি,
সবাই যখন ঘুমিয়ে পড়ে একে একে,
তখনো আমি জেগে থাকি একা একা,
নিঃশ্বাসের শব্দে তোমার শূন্যতা বাজে।