ইচ্ছেমতো দেশটা চলে
ইচ্ছেমতো ঝাড়ি,
ইচ্ছেমতো কেউবা বানায়
রাস্তার উপর বাড়ি।
ইচ্ছেমতো জোর দেখিয়ে
ইচ্ছেমতো খায়,
ইচ্ছেমতো কেউবা আবার
এত্তো বেশি চায়।
ইচ্ছেমতো আর্মি পুলিশ
ইচ্ছেমতো মারে,
ইচ্ছেমতো পাবলিক মরে
কৈফিয়ত দেয় কারে!
ইচ্ছেমতো হচ্ছে আইন
ইচ্ছেমতোই শেষ,
ইচ্ছেমতো খেলা চলে
নিয়ে আমার দেশ।
ইচ্ছেমতো সবই করে
ইচ্ছেমতো চাওয়া,
ইচ্ছেমতো ক্ষমতা পেলে
সবই হবে পাওয়া।