আমার কবিতার ছন্দ ক'দিন আগেও ছিলো,
আমার বুকের ভিতরেই,
আজ যেন সেই ছন্দ হারিয়ে হারিয়ে গেছে,
কোন এক অজানার গভীরে।
তারই খোঁজে এসে আমিও হারিয়ে গেছি,
কোন এক অসমাপ্ত কবিতার মাঝে,
আর তাইতো এখন আমার কবিতার বুক জুড়ে জমা দীর্ঘশ্বাস,
বিবর্ণ কবিতাগুলো ছন্দহীন, মাত্রাহীন।