ভালোবাসার অভিলাষে আমি সৃষ্টিশীল হয়েছি,
নতুন করে নির্মাণ করেছি নিজেকে।
আমাকে ফিরিয়ে দিও না!
ঠাঁই দিও গো হৃদয়ের ঘরে।
ভালোবাসার বিলাসিতায় আমি উন্মাদ হয়েছি,
তিলে তিলে ধ্বংস করেছি নিজেকে।
আমাকে অভিশাপ দিও না!
ক্ষমা করো গো নিজ গুণে।
দেশকে ভালোবেসে আমি হাতে নিয়েছি কলম,
লাল সবুজে রচনা করেছি কবিতা।
আমাকে অবহেলা দিও না!
চিত্ত ভরে দিও গো ভালোবাসা।