সময়ের কাছে আজ হার মেনে গেছি,
কেন যেনো তাই মনে হয়,
কালের প্রবাহে মুছে গেলো,
আত্মায় গড়া প্রীতির পরিচয়।
                                  
                                   প্রাণের প্রিয়া বেঁধে নিলো ঘর,
                                   আমারে করে চিরতরে পর,
                                   ছেঁড়া বাঁধনে অবিরত ক্রন্দন,
                                   জীবন আশা নিরাশার চর।

নিশ্চিত, কোনদিন আর পাবো না ফিরে,
জীবন হতে হারালাম যারে,
মনের মনিকোঠায় তাঁর ঠাঁই,
কল্পনার মধুরতা থরে থরে।