হায়রে নিয়তি!
তোর সাথেই প্রতিনিয়ত সমঝোতা আমার,
পালাক্রমে, আমার এক একটা স্বপ্ন ভঙ্গের!
দাবিয়ে রাখি ক্রমেই বেড়ে উঠা ক্রোধ,
যন্ত্রণার ক্ষতে সান্ত্বনার মলমের প্রলেপ।
আবারও সামনেই চলি সুখ সাফল্যের খোঁজে,
অনন্ত ভবিষ্যৎ।
ছিন্ন ভিন্ন আমার সকল কিছু নিয়ে,
শুধু আমার স্বকীয়তা বদলে ফেলি!
বিনিময় করি নিজের সাথেই।