কত অবীরা মায়ের চাপা কষ্টের কান্না!
সহায় সম্বলহীন বুড়ো বাবার দীর্ঘশ্বাস।
বিরহিনী কোন নারীর নির্ঘুম রাতের হাঁসফাঁস!
ব্যর্থ মনের সকরুণ আর্তনাদ।
পীড়িতের যন্ত্রণার কাতরতা!
উপোসি মানবতার চিৎকার।
রাস্তার কুকুরের অলক্ষুনে একটানা ঘেউ ঘেউ।
রাত জেগে আমি শুনি!
আমি তাদের তরে গাই বেদনার গান,
নিঠুর কষ্টের সুরে!
লিখি কবিতায় নিদারুণ পংক্তিমালা,
ভুলি নিজের কষ্টের জ্বালা।