আর কতো অবাস্তব স্বপ্ন দেখবো।
ঘুমের ঘোরে প্রতিদিন।
হরেক রকম স্বপ্ন,
হাসি, কান্নার স্বপ্ন! সুখ, দুঃখের স্বপ্ন!
স্বপ্নের রঙ্গীন ডানায় ভর করে!
উড়ে চলবো স্বপ্নের দেশে।
প্রেমের আবেশে জড়িয়ে,
প্রিয়ার অধরে চুম্বন।
স্বপ্নের আলোয় আলোকিত হবে,
প্রয়াত প্রাণ পড়শীর মুখ।
ম্লান বদনে উজালা হাসি,
পরম সোহাগে বলবে ভালোবাসি।