নীরব নিথর মনটা একটু একটু করে চঞ্চল হয়,
একাকী সময়ে কারও মুখের ছবি ভেসে উঠে চোখের সামনে!
ক্রমেই নিবিড়ে জড়ায় আমাকে।
সংকোচ আর লজ্জায় চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসি!
কিছু তো হয়েছে আমার!
মুখ ফুটে বলতে পারি না,
অনেক প্রিয় না বলা কথা।
সময় চলে যায়,
জীবনের ফাঁক গলিয়ে।
বিদায় নেয় প্রিয় মুখ,
চোখে কতোই না আকুতি!
নোনাজল খেলা করে কষ্ট চেপে।
টুকরো ভালবাসার সমাপ্তি।
কষ্ট জমা হয় হৃদয়ে,
অনেক বেশী দুঃসহ কষ্ট।
অসহায় নিজেকে সান্ত্বনা দেই,
মনের সাথে চলে যুদ্ধ।
প্রত্যাখ্যাত আমি,
প্রার্থনায় ছটফট করি।
যাকে ভালোবাসি তাঁর মঙ্গল কামনা করি,
খুব ভালোবেসে চোখের জলে।