আমি বোকা হতে চাই,
বোকার মনে অবুঝের সুখ
জনে জনে।
ক্ষণে ক্ষণে।
আমি অবুঝ হতে চাই,
কে আমায় ফাঁকি দিলো
ডেকে ডেকে।
বাঁকে বাঁকে।
আমি নিজেই ঠকতে চাই,
আমাকে ঠকিয়ে কেউ জয়ী
সুখে সুখে।
চোখে চোখে।
আমি বোকার রাজ্যে যাবো,
সব বোকারা যেখানে সুখী
মিশে মিশে।
পাশে পাশে।
আমি ভালো থাকতে চাই,
অবুঝ, পাগল, শিশুদের মতো
হেসে হেসে।
দেশে দেশে।