আমার আমি করেই কাটলো যে বেলা,
শুদ্ধ হলো না মন।
বেঁচে থাকা জীবন শুধু নষ্টামি খেলে,
ঘরে বাইরে সারাক্ষণ।
এভাবেই কাটে সোনায় মোড়ানো দিন আমার,
মাঝে মাঝেই বোধোদয়,
ধিক্কার দেই নিজেকে নিজেই অনুশোচনায় দহন,
কেন এমন হয়!
পবিত্র ভূমিতে গিয়ে পড়ি শুদ্ধতার জপমালা,
মুখে শুদ্ধতার বাণী।
ঘিয়ের প্রদীপে অগ্নি ছুঁয়ে শপথ করি,
মরণ স্মরণে আনি।