আপনি কেন কবিতা লিখেন?

নিঃসীম নৈঃশব্দে বাঙময় হবার তূরীয় আনন্দে,
বিস্ময়কর অভিজ্ঞতা অপরের সঙ্গে ভাগাভাগির জন্যে।

কবিতা লেখার জন্য কবির কি ধরণের প্রস্তুতি চাই?

প্রস্তুতি নিয়ে কবিতা রচিত হয় বলে আমার জানা নেই,
কবিমাত্রই স্বকীয় উপায়ে প্রস্তুত!
বিস্তর পড়াশোনা!
পাশাপাশি বিচিত্র অভিজ্ঞতা!
অনুপম অনুবাদে পারঙ্গম হওয়া বাঞ্ছনীয়!
কবিতার মৌলিক কিছু পড়াশোনা উপকারী,
অত্যাবশ্যক কিনা জানি না!

সমসাময়িক কাদের কবিতা আপনার ভাল লাগে এবং কেন?

সমসাময়িক শব্দটা নিয়ে বিতর্ক অমিমাংসিত বলেই জানি,
তবু ধরে নিচ্ছি তথাকথিত দশক-বিবেচনায়,
নব্বইয়ের দশকের পর থেকে বর্তমান সময় অব্দি।  
এই সময়ের অনেকের কবিতাই আমাকে কাব্যিক সুষমায় বিস্ময়াভিভূত করেছে।
এদের প্রত্যেকের কবিতারই স্বতন্ত্র্য ধারা-প্রকরণ ইত্যাদি রয়েছে,
কিন্তু যেখানে এরা প্রত্যেকেই আমার প্রিয় কবি সেটি হচ্ছে কাব্যরচনায় মুন্সিয়ানা!
কবিতার আখ্যান বলুন আর আকর বলুন,
গঠন বলুন আর প্রকাশভঙ্গী বলুন এদের কবিতায়,
অন্ততঃ একটি বিশেষ বিষয়ে আমি সম্যক আক্রান্ত হয়েছি,
ঘোরলাগা বিস্ময়ের সন্ধান পেয়েছি।
(কোন কবির নাম বোধ হয় জানা নেই, তাই বলেন নি!)

সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

মন্দলাগা প্রকাশে আমি জন্মগতভাবে পটু!
অতএব, অসামান্য গুণটির সামান্যতম প্রকাশেও আমি কুণ্ঠিত!
সমসাময়িক অধিকাংশ কবির কবিতার কাব্যরূপ দেখে আমি মূষড়ে পড়ি!
তাদের অপরিসীম মূর্খতা, অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার!
সীমাহীন নির্লজ্জতা!
বিকশিত হবার আগেই প্রকাশিত' হবার সুতীব্র বাসনা!
সর্বোপরি কবিতার যত্ন নেই ই না!

পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

কবিতা পর্যাপ্ত পরিমাণে পড়া হয়নি বলে মন্তব্যটা নিছক ছেলেমানুষী!
যতটুকু পড়েছি, পশ্চিমবঙ্গের কবিতা প্রাণহীন, খটখটে মনে হয়!
অধিকাংশ ক্ষেত্রে অর্থপূর্ণ বাক্য কিংবা কবিতা বলেই মনে হয় না!
অনেকটা গুগলের অনুবাদের মতো!


(সাক্ষাৎকার গ্রহণকারী জ্ঞান হারিয়েছেন)