কবি নজরুল নীরব হয়ে যাওয়ার পর পরে,
তাঁর কন্ঠের জাদুতেই আমি শুনেছি,
নজরুলের সাম্যের সুর! বিদ্রোহের সুর।
আর এই কবিকে নিয়েই বছরের পর বছর কেটে গেলো তাঁর।
নজরুলের গান ছাড়া আর অন্য কিছু চাইলেন না,
অন্য কিছু সম্ভব বলে ভাবতেও পারলেন না!
যতদিন ছিলেন দ্রোহের, প্রেমের, সাম্যের কবির গানের নিশান উড়িয়ে হৈ-হৈ করে!
নজরুল ছিলেন তাঁর কন্ঠে, মায়ার সুরে মিশে।
তিনি নতুন যুগ এনেছেন নজরুলের গানে।
নজরুলকে গ্রহণ করেছিলেন, ধারন করেছেন কন্ঠে,
নজরুল জিইয়ে রেখেছেন শিল্পে।
নজরুলের গানের জন্য যতখানি চেতনার দরকার ততটাই, ততটুকুই,
ছিলো তাঁর মনন জুড়ে।
গানের সঙ্গে তো কল্পনায় কবির মিশেলও চাই।
তিনি না থাকলে, নজরুলের গান হবে কিন্তু কবির দ্রোহ, সাম্য আর প্রেমের মিশেল!
হয়তোবা নয়, কি জানি! অসম্ভব বটে!