ফসলের মাঠে আজ ভিড়,
ঘরে ঘরে আনন্দ গৃহিনীর।
নতুন শপথ চাষীর নয়নে,
উঠানে ব্যস্ত ফসল চয়নে।
ফসলের মাঠে নতুন প্রভাত,
পুরুষের সাথে রমণীর হাত।
রোদ বৃষ্টিতে অবিরাম কাজ
বাহুদ্বয় নিরবধি নাচে আজ।
সোঁদালি গন্ধ ধানের শীষে,
কাদা মাটিতে একসাথে মিশে।
আটিতে বাঁধে সোনালী ধান,
গোলা ভরে বাংলার কৃষাণ।