আমার ধূসর পান্ডুলিপিগুলো ফিরিয়ে দিও,
রঙ্গিন বাসনার চিঠিও।
আমি ভুলে যেতে চাই অতীতের মশক তাড়ানো রাত।
তোমাকেই ভুলে যেতে চাই, অকস্মাৎ!
ভুলে যাওয়াই ভালো, দেখোনি ভুলেছি কতো,
আকাশ থেকে ঝরে পড়া একটি তারার মতো।
ভুলে যেতে চাই পৃথিবীর গীতিময় সুর,
সব ফেলে, আমি যথার্থই চলে যাবো বহুদূর!
চেয়ে থেকো তুমি, জল ছল চোখ করে ভার,
তবুও আমি আসবো না, কোনদিনই আর।