বুকের মাঝে আজন্ম প্রেম তোলপাড় করে,
আমি প্রেমের পূর্ণতা পেতে চাই।
রাত্রির শরীর কেটে ক্রমশ বেড়ে উঠে রমণীর উন্মাদনা,
অযথা শাণিত ঠোঁট বক্ষ ঠোকরে কেড়ে খায় ভালোবাসা।
আমি প্রেয়সীর কাছে সুবাস ছাড়াও
কিছু অবুঝতা চাই।
আমার শরীরে ঘামের গন্ধ ছাড়াও
পুরুষের প্রাণ আছে।
আমি সেই পুরুষ প্রাণের পূর্ণতা পেতে চাই,
রমণীর অবুঝ উন্মাদনায়।