বুবু জানের নাতি,
কিনতে চাইলো হাতি!
কুড়ি টাকায় বুবু,
কিনেন হাতি তবু।
হাতি তো নড়েনা,
নাতির রাগ ধরেনা।
মারছে লাথি যেই,
ভেঙ্গে গেছে সেই।
নাতির কতো বায়না,
শেষ তো হয়না।
বললো বুবু, ধ্যাত্তুরি!
নাতির কাঁথা পুড়ি!
                    

আজ বুবুজানের জন্মদিন (কবিতা আসরের শ্রদ্ধেয় কবি মিমি দিদি)। শুভ জন্মদিন বুজান।