রক্ত প্রলয়ে কাঁদছে পৃথিবীর একটি দেশ!
মানবতার আহাজারি!
নৃশংস আমার কবিতার পটভূমি।
চারদিকে খুন আর হত্যা,
যুদ্ধংদেহী ভাব।
একি শুধুই স্বভাব,
মানবতার পরাজয় নয়তো!
বায়ান্নর সালাম, রফিক, জব্বারদের রক্ত,
দেয়নি ভাষার স্বাধীনতা!
ধনী গরীবের ভাষা এক নয়,
একেবারেই আলাদা!
ভাষায় ব্যবধান ধনী দরিদ্রের।
ত্রিশ লক্ষ প্রাণের দামে অর্জিত স্বাধীনতা,
শুধুই কাগজে কলমে।
সেই স্বাধীনতা চেখে দেখার সুখ পায়নি,
বাংলার আপামর জনগণ,
প্রকৃতি, পশু-পাখি, বৃক্ষ লতাও!
অন্যায় অত্যাচারে ভরে গেছে দেশটা,
চাই না দেখতে এর শেষটা!
মানবতার যুদ্ধ আমার বাংলায়,
বাঁচাতে হবে দেশ।
পতাকার সম্মান রক্ষায়।