বাংলা কবিতার আসরের সুপরিচিত কবি বন্ধুবর শিমুল শুভ্র আয়োজিত কুইজ প্রতিযোগিতায় আমি দ্বিতীয় হয়েছিলাম। ফলাফল ঘোষণা শোনার পর থেকেই যারপর নাই উচ্ছসিত ছিলাম। আজ কাংখিত পুরস্কার হাতে পেলাম এইমাত্র। অমূল্য পুস্তক অক্সফোর্ড বাংলা অভিধান। জীবনে যে কয়টা পুরস্কার পেয়েছি তারমধ্যে এইটা একদম আলাদা। কবিতার জগতের কোন মাধ্যমে পুরস্কার! আরেব্বাহ! খুশি প্রকাশের ভাষা নেই! ধন্যবাদ দিয়ে কবিবন্ধু শিমুল শুভ্রকে ছোট করতে চাইনা। শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। জানাই পরিবারের প্রতি অনেক শুভকামনা। এই আয়োজন আবার বাংলা কবিতার আসরে প্রাণ ফিরিয়ে দেবে এমনই আমার প্রত্যাশা। প্রাণ প্রিয় কবিতার আসরের জন্যেও অনেক মঙ্গল কামনা করি। অটুট থাক আমাদের এই কবিতার ঘর আর কবিতার তরে ভালোবাসা। (পরে এই বিষয়ে অনুভূতি কবিতায় লিখার ইচ্ছা পোষণ করি)
আলোচনাটি ৮৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৮/০৮/২০১৪, ০৪:০৫ মি: