কাস্তে হাতে মলিন বেশে,
চিনতে পারো কে সে!
সুখ আনে আমার দেশে,
কথা বলে নিরবধি হেসে।
সোনা ফলায় সোনার দেশে,
ধুলায় গামছা পেতে বসে।
বৃষ্টি ফোঁটা জলে অবশেষে,
আবাদ করে, কে সে?