কিছুই ভালো লাগছে না যে
ধুর!
শরীরটাতে পাচ্ছি না একটুও
জোর।
বুকের ভিতর বেড়েছে  কষ্টের
হা-পিত্যিশ,
মনটা আমার পান করেছে প্রেম বিরহ
বিষ।
ছোট্ট বেলার খেলার সাথী ছিলো প্রেমের
সই,
বউ সেজে আজ পালকি চড়ে চলে গেলো
অই।
গেলো চলে আমায় ছেড়ে করতে পরের ঘর
আজ।
শুনে মাথায় আকাশ ভেঙ্গে পড়লো আমার
বাজ।
কেমন করে মনকে বুঝাই বল না আমায়
কেউ!
বুকের মাঝে কষ্ট খেলে চোখে জলের
ঢেউ।