মনে আছে তোমার
এই এইখানে আমরা শপথ নিয়েছিলাম।
ভালোবাসার জোসনার জলে স্নান করে,
করেছিলাম, শুদ্ধ শপথ আমাদের প্রেমের।
টুকরো পাথর, অচেনা ঘাসফুল, পাখিরা সাক্ষী ছিলো!
নষ্ট চাওয়া থাকবেনা দু'জনের মাঝে,
প্রাণান্ত চেষ্টাতে সফল হবোই!
সময়ে দু'জন মিলে বৃষ্টিতে ভিজবো,
রাত্রির গায়ে সুখের আল্পনা আঁকবো,
চিলতে রোদে ভেসে বেড়াবো!
পরিশুদ্ধ আমাদের মন,
প্রেমের মন্দির।