জীবনের হিসেব মিলে
ভাত, মাছ, ডালে,
জীবনের হিসেব মিলে
গাড়ী, বাড়ী, মলে।
জীবনের হিসেব মিলে
সোনা, দানা, ধনে,
জীবনের হিসেব মিলে
কবির মুক্ত মনে।
জীবনের হিসেব মিলে
উষ্ণ প্রেমের ছোঁয়ায়,
জীবনের হিসেব মিলে
মুক্ত সিক্ত হাওয়ায়।
জীবনের হিসেব মিলে
গল্পের সুখী মানুষে,
জীবনের হিসেব মিলে
আদুল নাঙ্গু বেশে!