আমি কারোও কাছে যাইনি, আমার নীল কষ্টকে সাদা করতে!
জনারণ্যে খুঁজেছি মানবতার ভালবাসার মন্ত্র।
যুদ্ধক্ষেত্র দেখার কোন ইচ্ছেই ছিলোনা আমার,
প্রেয়সীর ভালবাসা চেয়েছিলাম গোধূলির আলো ছুঁয়ে!
গোধূলির তুমুল লাল আভায় বিন্দু বিন্দু ঘাম প্রেয়সীর কপোলে।
মায়ার শরীর, কবিতার ছন্দে কামড়ে ধরা ওষ্ঠ!
জনশুণ্যতায় কিংবা জনস্রোতে প্রিয়ার একাকিত্বে।
হৃদয় কুঠিরে তালা ঝুলিয়ে দিয়েছি,
আর কোথাও যেতে চাই না!
তোমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসবো বলে,
কপাট বন্ধ করে দিয়েছি।
নীরবতায় সাজাবো তোমায় মনের মতো করে।
তোমার সুন্দরে জাগবে সাত সমুদ্রের ঢেউ!
দ্বীপের দুরত্ব মেপে আমি লাফ দেবো!