১।
বর্ষা নামালেই যখন দু'চোখে,
আমার কষ্টের সমুদ্র সঙ্গম,
আর ঠেকাবে কে!
২।
কষ্ট দিলে, নিলাম মেনে,
তুমি আমার নও,
গেলাম তো জেনে।
৩।
উপশম চেয়ে পেলাম জ্বালা,
তোমায় ভেবেছি রাধিকা আমার,
আমি শ্যাম কালা!
৪।
কষ্ট তরীতে আমিই মাঝি,
সময়ের ব্যবধানে,
সুখী হবার ভাড় সাজি।
৫।
দু'চোখ ভরা জলের ঢেউ,
আজ জেনে গেলাম,
আমি নই তোমার কেউ।
৬।
নির্ঘুম কষ্টের রাত,
আপাদমস্তক মিথ্যে তুমি,
কল্পনার সঞ্জাত।
৭।
উড়ে গেছে যতনে রাখা পাখি,
পড়ে আছে স্মৃতির পালক,
তার ডানায় ছিল আমার স্বপ্নের আঁকাআঁকি।
৮।
আমার বুকে বিষের শেল,
হারিয়ে গেছে প্রেম,
ভালবাসার পরীক্ষায় মেরেছি ফেল।
৯।
এ কেমন পিপাসা!
বুক জুড়ে তোমার আকুতি,
তোমার জন্যে সব ভালবাসা।
১০।
প্রেমে ভরা মন ও দেহ,
দু'জন আজ দু'দিকে,
কারোও নই কেহ।