গল্প শোনো খোকা খুকু, হাসতে কিন্তু মানা!
সোনার দেশে পথের পাশে, খায়নি ওরা খানা।
চাল চুলো কিছুই নাই, পথের পাশেই বাসা!
ভুলেই গেছে পথের ওরা, মনের সুখে হাসা।
পায়না ওরা খাবার জন্যে, একটু রুটি ডাল,
জঠর জ্বালায় মরে ওরা, কোথায় পাবে চাল!
দেশের রাজা করেন মজা, খই ফুটানো বুলি,
শো ডাউনে মোটর গাড়ি, উড়ান পথের ধুলি।
ভাত না পেয়ে পথে ঘাটে, জীবন যাচ্ছে ক্ষয়ে,
দেশের রাজা খাচ্ছে খানা, সোনার চামচ লয়ে!!