কেন ওরা আমায়
মারছে এমন করে!
প্রাণটি নিয়ে আমি এখন
পালাই কোথায় দূরে!
কেন ওরা আমায়
দিচ্ছে অশ্রাব্য এই গালি!
অন্যায়ভাবে নিচ্ছে কেড়ে
আমার ভাতের থালি।
কেন ওরা টানছে ধরে
আমার ঘরের খুঁটি!
সহায় সম্বল সকল কিছু
নিয়ে যাচ্ছে লুটি।
কেন ওরা আমার
মুখটি ধরে চেপে!
লেগে থাকা মিষ্টি হাসি
চুন কালিতে লেপে।
কেন ওরা আমার ঘাড়ে
বন্দুক ধরে রাখে!
বিনা দোষে নির্বিচারে
মারছে আমার মা'কে।