অভাব আজকে নীতির অভাব,
পাল্টে গেছে লোকের স্বভাব!
রুই কাতলা খাচ্ছে ডাব,
কুঁচো চিংড়ি হয় নবাব!
ইচ্ছে মতো করছে করুক,
মরছে যারা মরে মরুক।
চুনো পুঁটি লেজ নাড়ুক!
খাবি খাচ্ছে আহা কি সুখ।
অস্ত্র ধরে ধরছে ধরুক,
লড়াই হলে লড়ে লড়ুক।
লাটিম ঘুরে ঘুরতে থাকুক,
পুড়ছে দেশ পুড়ে পুড়ুক!