অন্যায়ের কাছে মাথা নত নয়,
প্রতিবাদ করে, অন্যায়ের অন্যায় শিকার হতে নিস্তার চাই।
পুরুষত্বের ধার কাম কামনার ভালবাসায় থাক,
নারীর মাংস পিণ্ডে অধিকারের নামে হিংস্রতা!
এ কোন সভ্যতার স্তর,
অন্যায় সীমাহীন করে ভর,
নিজেকে নিয়েই ব্যস্ত সকলে, কিসের এতো ডর!
ওহে ঘুমন্ত সমাজ, জেগে উঠো আজ,
সভ্যতা বেঁচে থাক, আদিম হিংস্রতায়,
ভালবাসা অতন্দ্র প্রহরী মানবতায়।
আমি তো বলি-
মনুষ্যত্ব মানবতাহীন কেউ মানুষ নয়,
সামনে এসে কেউ বলুক, আমি মহামানবতার মহা মানব!
কাপড় খুলে দেখা, কোথায় তোর মানবতা!
ন্যায়ের চাবুক মেরে খুলি তোর মুখোশটা,
সভ্যতা দেখাস, পশ্চাতে লাথি তোর, অসভ্য ব্যাটা!