ওগো চাঁদরূপী ফুলের মতো মেয়ে, একটু দাঁড়াও পুষ্প সুবাস নিয়ে!
মন বাগিচায় তোমার বাস, সেকথা আজ দেবো শুনিয়ে।
প্রিয় ফুল হয়ে আছ ফোটে, আকাশ ছোঁয়া উঁচু ডালেতে,
জীবনের প্রতিক্ষণে, তোমায় যাই যে ডেকে।
কখনও দাওনি সাড়া তুমি আমার পানে,
পরের গলায় মালা হয়েছো! আমায় ছেড়ে।
মায়াবী জোসনা ভরা রাতে, নিশি পাখির কূজনে কাঁদবে তুমি।
স্মরিবে মনে শুধু আমায় জানি!
হাজার বাঁধা পার হবো, তোমার আহ্বানে,
শুধু হৃদয়ের টানে,
মরি যদি মরবো, তোমারি সনে।
মন থেকে যদি আমায় ডাকো, চেনা কোন আপন সুরে,
তোমার কন্ঠের মায়াবী আদরে!
তোমার ভালবাসা আমি বুঝে নিবো,
সবটুকু ভালবাসা নিয়ে আমি আসবো।
দুনিয়ার সব জায়গায়, আমি মিনতি জানাবো,
স্রষ্টা যেন শেষ মঙ্গল আশীষে তোমায় দেয়।
বিনিময় করবো সকল মঙ্গল পূণ্যের!
ময়ূর পেখম মেলে নাচবে তুমি, আমায় পেয়ে,
ওগো চাঁদরূপী ফুলের মতো মেয়ে!
আমাদের মন খুশীতে, পবিত্রতায় ভরবে,
মঙ্গল মাহফিলের দ্বিখন্ডিত পতাকার মতো উড়বে!