গ্রাম খানি ডাকাতিয়া বুকের মধ্যে রাখি,
নেই কোন কোলাহল মিলে মিশে থাকি।
এখানে লোকের মুখে হাসি সর্বদা।
ভ্রান্ত পথিক পাগল হয় রূপে,
অপরূপ রূপ সজ্জায় মুগ্ধ।
মাটির বুক চিড়ে কৃষক,
চাষীর লাঙ্গলে কাজল।
সবুজ শ্যামল মায়া,
জন্মেছি এই আমি।
কতদিন আগে,
সেখানটাতে,
ডাকাতিয়া।
আমার,
মাতৃ,
গাঁ।


*কবি বন্ধু হাসান ইমতির (অকুল পাথার) আহবানে সাড়া দিয়ে আজ আমার এই আয়োজন।।