আকাশ ভরা মেঘ জমেছে, বুকের মইধ্যে আকুল টান,
তুমি আমার বৃষ্টির ফোঁটা, জলের শব্দে মনের গান।
অঝর ধারা বৃষ্টিতে আজ, ভিজবো আমি সারা দিন,
বৃষ্টি জলেই তোমার ছোঁঁয়া, প্রেম পরশ আজ অমলিন।
ভালোবাসা আজ বৃষ্টি ফোঁটায়, মুক্ত মনের ছন্দ হোক,
মেঘের ডাকে আকাশ সাজুক, কাজল মেখে তোমার চোখ।
তোমায় দেখে মুগ্ধ আমি, লিখছি প্রেমের কাব্য-গান,
আবার দেখ বৃষ্টি নামে! নাইচ্যা উঠে আমার প্রাণ।
কালো আঁধার আকাশ জুড়ে, মেঘ আড়ালে তোমার মুখ,
আমি আছি তোমার পাশেই, আজকে দিবো অপার সুখ।
বৃষ্টি জলে ভিজবে তুমি, গান-কাব্যের সুর ছন্দে,
এমন দিনে কাদা মাটিতে, কাব্য লিখি মন আনন্দে।
*বরষার আয়োজন-দুই*