বহুকষ্টে, আজ তাঁর সেলফোন নাম্বার আমার হাতে,
অজানা পুলক আমার, হৃদয়টাতে।
হারিয়ে ফেলেছিলাম, যাকে!
জীবন নদীর, কোন এক বাঁকে।

ফোন দিলাম তাঁকে,
হারানো দিনের ডাকে-
হ্যালো, হ্যালো, হ্যালো...।।
কেমন আছ! খুবই ভালো!
কে আপনি, এত্ত সাহস!
ফোনে কিসের, রঙ্গরস।
শারমিন, আমি তোমার আশিক,
মনে পড়েছে, ঠিক?
হু!
কি আনন্দ! উহু!

কোথায় তুমি, আবার কখন দেখা হবে?
অনেক কষ্টে আছি, একলা এমন ভবে।
শুশুর বাড়ি! স্বামীর ঘরে!
নেট প্রবলেম! কথা হবে পরে।  
লাইন কেটে গেল,
বুকে ব্যথা, চোখের জলে ফ্রিকোয়েন্সি পেল!