সব প্রেম প্রিয়াকে, দেয়না জীবনের পাশে,
এমনও কিছু প্রেম থাকে,
বুকের মাঝে প্রিয়াকে, যতনে লুকিয়ে রাখে।।
সব ফুল পারেনা, প্রিয়ার গলায় মালা হতে,
এমনও কিছু ফুল থাকে,
ঝরে পড়ে অকালে, হতাশার নিঠুর বাঁকে।।
সব গান পারেনা, শ্রোতার হৃদয় ছুঁতে,
এমনও কিছু গান থাকে,
কষ্ট হয়ে বাজে, গীতিকারের আপন বুকে।।
সব তারা পারেনা, আলোয় রাঙ্গিয়ে দিতে,
এমনও কিছু তারা থাকে,
বসে চাঁদের পাশে, আলোতে রাঙ্গায় নিজেকে।।