জীবনে ছিল যে কত আশা, কত বাসনা,
গুনে গুনে শেষ তো হবেনা!
একটিই নেশা, নীরবে স্বপ্নে ভাসা,
ভেঙ্গে গেছে আজ, সকল স্বপ্ন আশা,
মিথ্যে মনে হয় আজ, সব ভাবনা।।
আকাশের বুকে উঠে, কত শত তারা,
আকাশ বুঝি তা, গুনে রাখেনা!
রাতের আকাশে তারারা, দেয় দেখা,
কখনও ভাবেনা, হবে যে একা,
পড়লে খসে আকাশ হতে, শেষ তাঁর স্বপ্ন দেখা।।
প্রজাপতি উড়ে যায়, নেচে নেচে,
দুটি চোখে তার, কত ফুলের স্বপ্ন যাচে,
ফুলের বুকেই নীরবে, বাঁধবে বাসা,
এমনও তো হতে পারে, প্রজাপতিটা,
কখনও পেল না সেই স্বপ্নের, ফুলের দেখা।।