স্মৃতি কাঁদায় সময়ে অসময়ে,
কষ্টকে নিরবধি বুকে জড়িয়ে,
স্মৃতি কষ্ট বিনে সুখ তো দেয়নি কাউকে, নীরবে এসে।।
সুখের সেদিনের কথা মনে পড়ে,
দু'চোখে শুধুই অশ্রু ঝরে,
শূন্য এ বুক, কষ্ট ঢেউয়ের প্লাবনে ভাসে।।
তোমার কি গো আছে মনে,
সেই পূর্ণিমা রাতে, জোসনায় ভিজেছি দু'জনে,
তুমি ছিলে কত গভীরে, আমার বুকে হৃদয়ের পাশে।।
স্মৃতির মালা আজ আশিকের গলে,
মধুর স্মৃতিতে আজ কষ্টেরা খেলে,
নিয়ে যায় এক অচেনা, নিরাশার দেশে।।