আমি কি চাই! আমি কি চাই!
কি চাই, কি চাই, কইরা আমি ঘুইরা বেড়াই।
মন পাগলারে প্রশ্ন করি,
তুমি যে কি চাও!
পাগল মনের পাগল দাবী,
বুঝিনা তার ভাও।
কত কইরা বুঝাই তারে,
এমন চাইতে নাই।।

জীবন ভইরা চাইয়া গেলাম,
পাওয়ায় কিছুই নাই।
আশার ফুল যায় যে ঝইরা,
কে ফেরাবে ভাই।।

হতাশ আশিক ভাইবা বলে,
মনের চাওয়া বইলা কিছু নাই।
মন যা চাইবো, তাই কি আর,
দেওয়া যাইবো ভাই।।


(দুশ্চিন্তা, মনোঃকষ্ট ছাড়া কিছুই দিতে পারেনা, ঠিক কিনা!!)

(কিছুটা বাংলাদেশের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষার প্রয়োগ আছে, গান করার চিন্তায়, তবে না বুঝার মতো শব্দ বোধহয় নাই, থাকলে জানান কমেন্টসে, উত্তর দিয়ে দিবো)