খুবই উত্তেজনায় কাটে আমার সময়,
একদম মন বসাতে পারিনা কোন কাজে।
সময়গুলো এমন নিষ্ঠুর কেন হয়!
ইচ্ছে করে সময়কে আগে পিছে ঠেলি নিজে।
স্মৃতিকাতরতায় ভুগি ভীষণ রকম,
বয়স ধরেধরে, স্কুল, কলেজ, ভার্সিটি!
রানা, রাজু, ফেন্সি, চুমকি!
নিষ্ঠুর সময় দেয়নি ছুটি! তাই নেই মেইল, চিঠি!
ছিন্নতার কষ্ট আফসোস করে,
জীবনের শর্তগুলো কেন এতটা কঠিন কঠোর,
আলোর খোঁজে এসে আমি কোথায়!
দু'চোখ জলে ঝাপসা, অন্ধকার ঘনঘোর।
সময়ের নিয়ম মেনে নিয়তির হাতে আমার জীবন,
কর্মের ফল দেখি শূন্য!
কেনাবেচার বাজারে তুলি নিজেকে,
দামহীন অমূল্য যেন আমি, দামী এক পণ্য!