যন্ত্রহীন একদিন, আধুনিক জীবনে,
সীমাহীন যন্ত্রণা!
মন্ত্র হোক ভালবাসা,
জীবন পাথেয় শুভ মন্ত্রনা।
বন্দী মনে মুক্তির আরাধনা,
শ্রেষ্ঠ সে বন্দনা।