পুড়ছে আমার মন,
প্রতিশোধের অনলে এখন।
হৃদয়টা করে হাহাকার,
চাওয়ার সীমা নেই তাঁর।
ফাগুনের রেশ কাটে,
বিরহে বুক ফাটে।
ফোটা ফুল ঝরে,
বাগান নিঃস্ব করে।
নয়নের জলধারা শুকায়,
কষ্ট বুকে লুকায়।
পোড়া মন পাথুরে,
প্রতিশোধের ফুলকি ছোঁড়ে।
পুড়ছি অনল জ্বালায়,
ভালবাসা ভয়ে পালায়।
প্রতিশোধের পুঁতির মালা,
পড়াবো! ভাগ শালা।