পৃথিবীর যত সুন্দর আর পবিত্রতা আছে,
যত সুর, যত কবিতার ছন্দ সব দিয়ে পূর্ণ করবো তোমার জীবন।
আকাশের নক্ষত্র দিয়ে গাঁথবো মালা, বাসরে বসবে তারার মেলা,
করবো পূরণ তোমার সকল আশা, আমি আকাশের ধ্রুবতারা।
ঐ নীল আকাশের গা বেয়ে, আমার জীবন চলার মহারথ,
আমার ভালবাসা একটি নক্ষত্র, আমার মনের আকাশে তার স্থান একচ্ছত্র,
সে যখন উদয় হতো মনের আকাশে, ডাকতাম তাকে আমার প্রিয় নামে।
সে এসেছিল আমার জীবনে, কোন এক অসতর্ক মূহুর্তে,
মহাপ্লাবিত ঝড়ের বেগে, ঠিক তেমনি বেগেই বিদায় নিল।
ঘাসের উপর শিশির হয়ে এসেছিল, প্রভাতী সূর্যের ক্ষীণ তাপেই বিদায় নিল,
যোজন যোজন মাইল দূরে, সুদূর নীল আকাশে!
হেমন্তের শিশির দেখে মনে হয়, তাতে ডাকি শিশির বিন্দু বলে,
তার নামটি, শিশির নয়, বিন্দুও নয়, ভালবাসার আবেগ মিথ্যে কথা কয়।
তাকে আমি মানসী বলে ডাকতাম, প্রিয় নামে সুধাময়,
সুদূর আকাশ হতে মিটিমিটি হেসে, বলতো ভালবাসার মিষ্টি কন্ঠে,
আমি তোমার থাকবো চিরদিন, ভালবেসে ডাকবো নিশিদিন।
এই নশ্বর জগতে, অবিনশ্বর আমার মানসী, চিরদিন আমার,
ডাকলে মানসী বলে, মনে প্রাণে শিহরণ জাগে।
সে আমার মনোজগতের বাগানে, সুন্দর পবিত্রতায় ফোটা ফুল,
কখন ঝরে পড়েছে! ঝরা ফুলের ব্যথায় ব্যথিত আমার মনের আকাশে ধ্রুবতারা।
সব ফুল ঝরে যাবে, পৃথিবীর বাগান হতে!
যুগ যুগ চলে আসছে, এই বিরস নীতির অমোঘ বিধান।
মুছতে গেলে হবে ভুল প্রমাণ, তাই আজ ভুলে যেতে চাই তোমাকে!
মুছে যাবে কি হৃদয়ের স্মৃতির পরশ!
আজ আর মানসী ভালবাসা নয়, বেদনা বিদুর স্মৃতি মনের আকাশে।