তাড়াতাড়ি দিনের আলো গড়িয়ে রাত নেমে আসে,
নিকষ কালো অন্ধকার রাত।
গভীর সে রাত, দু'চোখে ঘুম নেই,
বিছানায় এপাশ-ওপাশ করে, নিজেকে আর ধরে রাখতে পারিনা।
বের হই বিছানা ছেড়ে,
না, কারো ডাকে সাড়া দিতে নয়,
নিজে থেকেই এগুতে থাকি,
ধীরে ধীরে, আঁধারে।
দু'নম্বর, হতাশার মোড়, শফির দোকান, কাটা পাহাড়,
(উল্লেখিত স্থান-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের)
এর বাইরে আর কোথাও যেতে পারিনা।
কাটা পাহাড়ের ধারে বসে থাকি,
একা, রাতভর!
তাকে ভাবনায় মনের মতো আঁকি,
ক্লান্ত হয়ে পড়ি, আর ভাবতে পারিনা।
শুধু মনে পড়ে, সে আমায় বলেছিল-
তুমিই সবচেয়ে প্রিয়!'
আমি তার বদলে ভাবি অনন্ত ভাবনা,
সুখে থাক সে,
কোন সুদর্শন যুবকের লোমশ বুকে, সুখের সন্ধান করুক,
যেটুকু সুখ তার প্রয়োজন, সবটুকুই সে পাক।
আমিতো ভাবছি তাকে, কল্পনায় মনের মতো এঁকে,
তাকে নিয়েই লিখছি,
লিখতে থাকি, তাকে ঘিরে আমার পরম সুখানুভুতি,
কষ্ট আর দুঃখ মিশ্রিত এক দীর্ঘ বিরহ কবিতা।