চিরন্তনী নিয়মের রেশ ধরে, এ এক সীমাহীন বিষাদের অনিবার্য বিদায় আয়োজন,
অনেক লোকের কোলাহলে, শোকের বিষাদতা এখানে গুঞ্জরিত।
মাইকের কন্ঠস্বরে তীব্র চিৎকারে শেষ বিদায়ের করুণ রাগিনী,
আতর, গোলাপ জলে কষ্টের তীব্র সুঘ্রাণ, চারদিকে হাহাকার করে।
বিশেষ কারোও গুণকীর্তন, চোখের জলে আর দীর্ঘস্বাসে ধ্বনিত হয় বারবার,
নতুন করে সাজানোর ব্যস্ততায় সীমাহীন বিচক্ষণতার শোক!
সফেদ ভালবাসার ছোঁয়ায়, অনন্ত যাত্রার পথ সুমসৃণ,
দুনিয়ার শেষ ভালবাসায় অঝরে সিক্ত, তিক্ততার পথ রুদ্ধ করে নিজেই রিক্ত।
দুয়ারে খাটিয়া অপেক্ষমান, অন্তিম যাত্রায় পৌছানোর বাহন,
ধর্মীয় আচার সময়কে ত্বরান্বিত করে, আজ আর ধরে রেখে দেরী, আত্মার কষ্ট!
নিয়ে যাবে নতুন বাড়ী! নতুন ঘরে, মাটিতেই সাজানো বাঁশ আর পাটি দিয়ে,
পরিচিত, অপরিচিত কত লোক, আর একবার চোখের শেষ দর্শন নিবে।
স্বজন, মাতৃকার ভালবাসা ছিন্ন করে, লোকান্তরের হাতে আজ হাত রাখা,
স্মৃতির পাহাড়, স্বজনের চোখে মুষলধারে বৃষ্টির ফোয়ারা!
আর তোমাকে ফেরায় কে! আজ থেকে তুমি বাঁধন হারা,
আলোকময় দুনিয়া, আঁধারে ঢেকে যাবে, ধর্মীয় পূণ্য ছাড়া।