যখন ছিলাম ছোট,
মা'গো আমায় বলতে তুমি, ফুলের মত ফোটো।
আকাশ ভেদে উঠো,
পবন ভেলায় জাহাজ নিয়ে, পরীর দেশে ছোটো।
যখন হলাম বড়,
তখন আমায় বলতে তুমি, লেখা পড়া কর।
বিদ্যার সাথে লড়,
ভূবনটাকে শক্ত করে, মুঠোয় পুরে ধর।
আজকে আমি বুঝি,
বড় হবার জন্য মা'গো, তোমার কথাই পুঁজি।
জেগে উঠি তেজী,
তখন কেবল নয়ন জলে, তোমার মুখটি খুঁজি।