তুমি ফোন করে কঠিন আদেশ দিলে!
যেন আমি উচ্ছন্নে না যাই।
যদি যাই! তবে নাকি তুমি ফিরে আসবে স্বামী সংসার ছেড়ে,
তুমি পার্বতী হতে চাও!
প্রথম স্বামী ত্যাগ করে, প্রথম প্রেমিকের হাত ধরতে চাও!
কত সুখ তোমার, আমাকে কষ্ট দিয়ে তুমি সুখের তরী ভাসাও।
আবার, আমাকে বাঁচার কড়া আদেশ দাও,
অদ্ভুত তুমি, আমাকে হাসাও! নিয়ত সুখের ভেলা ভাসাও।
মধ্যরাত তোমার জন্য বয়ে আনে আদিম সুখ!
আর আমার! তোমার বিরহে অশ্রুজলে ভাসে বুক।