নারী না পুরুষ!
এমন ভাবনা কেন! ধূসস!
বরং এই পথে ফিরে এসো,
দেখো সীমাহীন সুখ বেঁচে থাকায়।
পুরুষের ঢেলে দেওয়া জলজ আদ্রর্তায়,
নারীই নিয়ত ফুল ফোটায়!
নারী না অরণ্য!
চলো সেই পথে ফিরে যাই।
সীমাহীন সুখ বেঁচে থাকায়,
নারীর অরণ্যে ফুল ফোটাই।
রচনা কাল - ০৭/০৯/২০১৬, ঢাকা।